Mamata Banerjee at Mati Utsav: বিজেপি বাংলাকে শ্মশান তৈরি করবে, দাবি মমতার
‘কৃষকদের উন্নয়ন সাধনই আমাদের একমাত্র উদ্দেশ্য। মাটির অধিকার সবথেকে বেশি কৃষকদের। রাজ্যে ৭৩ লক্ষ চাষি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন। ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। এ বছরের জুন থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। বাংলা শস্যবিমা যোজনা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। আমরা কেন্দ্রের একটাকাও নিই না। বাংলা থেকে কম ধান কেনে কেন্দ্র। বাংলার কৃষকদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। দেশকে শ্মশান করেছে, বিজেপি বাংলাকে শ্মশান তৈরি করবে। রাজ্য সরকারই কৃষকদের থেকে ধান কিনবে, চিন্তার কারণ নেই। কেন্দ্র কৃষক আইন করে পুঁজিপতিদের সুবিধা করেছে। সব ফসল তুলে নিয়ে যাবে, কৃষকরা চোখের জল ফেলবে। চাষিদের উপর অত্যাচার আমরা হতে দেব না। আমরা বিজেপির মতো অত্যাচার করি না, দাঙ্গা বাধাই না,’ মাটি উৎসবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।