Mamata Banerjee at Raiganj: 'বিরসা মুণ্ডার নামে অন্যের গলায় মালা দেয়, বিজেপি নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই,' অভিযোগ মমতার

Continues below advertisement

রায়গঞ্জে সভায় আজ বক্তব্য রাখেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তৃণমূল কংগ্রেস কারও কাছে মাথানত করে টিকিট দেয় না।" তিনি যোগ করেন, "কিছু ভুঁইফোড়কে কাজ করতে পাঠিয়েছিলাম, আখের গুছিয়েছে পালিয়েছে। ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে। রাজনীতিতে তিনধরণের মানুষ, লোভী-ভোগী-ত্যাগী। যাঁরা লোভী তাঁদের ত্যাগ করুন।" একইসঙ্গে তিনি বলেন, "বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না। বিরসা মুণ্ডার নামে অন্যের গলায় মালা দিয়ে এল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সম্বন্ধে জানে না। বাংলায় শাসন বাংলার লোকেরাই করবে। কোনও বহিরাগতরা করবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram