Mamata Banerjee Injury: পায়ে চোট, অ্যান্টিবায়োটিক ও পেনকিলার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে

Continues below advertisement

এসএসকেএম-এ (SSKM) চিকিৎসাধীন রয়েছেন আহত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাতে তাঁকে নন্দীগ্রাম থেকে সেখানে নিয়ে আসার পর থেকেই, হাসপাতাল চত্বরে ভিড় করেন বহু কর্মী-সমর্থক। সেখানে তাঁরা ‘গেট ওয়েল সুন, দিদি’ পোস্টারও লাগান। সেই পোস্টারে শশী পাঁজা, সুজিত বসু-সহ দলের একাধিক নেতা ও মন্ত্রী এবং সাধারণ কর্মীরা স্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার বিষয়ে আলোচনা করবে ৯ সদস্যের মেডিক্যাল টিম। তারপর তাঁর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, এমআরআই করে তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরা পরেছে। আপাতত অ্যান্টিবায়োটিক ও পেনকিলার দেওয়া হচ্ছে মমতাকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram