Mamata Banerjee Injury: এখন কী কী নিয়ম মেনে চলতে হবে তৃণমূল নেত্রীকে?

Continues below advertisement

শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম (SSKM) থেকে ছাড়া পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে সাতটা। বাঁ পায়ে প্লাস্টার। পায়ে বিশেষ ধরনের স্যান্ডেল। হুইল চেয়ার করে হাসপাতাল থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ও ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে বেরোতে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের উদ্দেশ্যে নমস্কার করেন মুখ্যমন্ত্রী। এরপর গাড়ির চালকের পাশের আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়। পিছনের আসনে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের থেকে পায়ের ফোলা কমেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে আপতত বিধিনিষেধ মেনে চলতে হবে বলে এসএসকেএম-এর তরফে জানানো হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram