Mamata Banerjee Injury: মোদির ব্রিগেড মাঠের বক্তব্যেই লুকিয়ে ষড়যন্ত্রের আভাস, বিস্ফোরক সৌগত
আজ তৃণমূল কংগ্রেসের (TMC) ৬ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে যান। দলে রয়েছেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien), সৌগত রায় (Saugata Roy), শতাব্দী রায় (Shatabdi Roy), কাকলি ঘোষ দস্তিদার ((Kakali Ghosh Dastidar), শান্তনু সেন (Shantanu Sen)। তাঁরা নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দিলেন। বৈঠক শেষে এই বিষয়ে সৌগত রায় জানান, পূর্বপরিকল্পিতভাবেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর হামলা করা হয়েছে। এর পিছনে রয়েছে বিজেপি। তার আভাস পাওয়া গিয়েছিল দিলীপ ঘোষ-এর ছড়ানো কার্টুন এবং নরেন্দ্র মোদির ব্রিগেড মাঠের বক্তব্য থেকে। তাঁর অভিযোগ, ‘পরিকল্পনা করে ডিজি, এডিজি-কে সরানো হয়েছে। আগেই হামলার আশঙ্কা করা হয়েছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে সঠিক তদন্ত দাবি করেছি। উনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।’