West Bengal Election 2021: ‘তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও সম্মান নেই’, নন্দীগ্রামে শুভেন্দু
আজ মনোনয়ন জমা দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে একটি নির্বাচনী সভা করছেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন স্মৃতি ইরানি (Smriti Irani), বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। সভামঞ্চে শুভেন্দু বলেন, ‘তৃণমূল কংগ্রেস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গিয়েছে। দলে নেত্রী ও তাঁর ভাইপো ছাড়া কারও কোনও সম্মান, অধিকার, কোনও সিদ্ধান্তে অংশগ্রহণ করার সুযোগ নেই। বাকি সবাই ল্যাম্প-পোস্ট। তাঁদের হাত থেকে বংলাকে উদ্ধার করার লক্ষ্য নিয়ে নেমেছি আমরা। আগের বাম সরকার ২ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। গত ১০ বছরের বাংলার সরকারের ঋণ প্রায় ৪ লক্ষ কোটি টাকা। বাংলাকে দেউলিয়া করে দিচ্ছে TMC। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান নেই। স্থায়ী কর্মীর বদলে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হচ্ছে। তাঁদের কোনও সুবিধা দেওয়া হয় না। রাজ্যে কৃষকের অবস্থা ভয়াবহ। কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী। বাংলাকে মুক্তি দিতে এই সরকারের পরিবর্তন দরকার।’