Mamata Banerjee Rally: বাংলার ভোটে BJP-এর CRPF, কাজ করছে অমিত শাহের নির্দেশে : মমতা

Continues below advertisement

কোচবিহারে (Cooch Behar) রাজনৈতিক জনসভা (rally) তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত। মানুষ যাতে তাদের ভোট নির্ভয়ে দিতে পারে, তার দিকে নজর রাখা উচিত। সিআরপিএফদের (CRPF) ভোটারকে প্ররোচিত করা উচিত নয়। আমি আসল সিআরপিএফ-দের সম্মান করি, কিন্তু ভোটে যাঁরা আছেন, তাঁরা বিজেপির (BJP) সিআরপিএফ (CRPF)। তারা ভোটে হস্তক্ষেপ করছে, সাধারণ মানুষকে মারধর করছে। বিজেপির জন্য ভোট দিতে বলছেন তাঁরা। ছত্তীসগঢ়ে (Chattishgarh) এতজন জওয়ান মারা গেছে, তাদের জন্য বিজেপি সরকার কিছুই করেনি। কালকে ১০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে। মহিলাদের উপর উপর অত্যাচার করা হচ্ছে। অমিত শাহের (Amit Shah) নির্দেশে কাজ করছে সিআরপিএফ। আমার সময়ে এসব কখনও হয়নি। এখন প্রশাসন চালাচ্ছে নির্বাচন কমিশন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram