Mamata Banerjee Rally: অসমে ১৪ লক্ষ বাঙালির নাম বাদ, ভোটের আগে মিথ্যে বলে বিজেপি: মমতা

কোচবিহারে (Cooch Behar) রাজনৈতিক জনসভা (rally) করলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘কোচবিহারে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। পঞ্চানন বর্মার নামে দ্বিতীয় ক্যাম্পাস করা হচ্ছে। বিভিন্ন মন্দির সংস্কারের কাজ চলছে। কোচবিহারকে হেরিটেজ টাউন করা হচ্ছে। রাজবংশী, কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। রাজবংশী ভাষার ২০০টি স্কুলকে আমরা স্বীকৃতি দেব। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, বিভিন্ন সেতু ও রেললাইন তৈরি করে দিয়েছি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে আরও ভালোভাবে যুক্ত করার জন্য রাস্তা তৈরি করছি। তার ফলে উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন হবে। অসম ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে বিজেপি সরকার। সিএএ (CAA) করার কথা বলেছিল, করেনি। নির্বাচনের আগে মিথ্যা কথা বলে বিজেপি (BJP)। নারায়ণী ব্যাটেলিয়ান করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola