Mamata Banerjee Rally: 'ঘরের দুয়ারে সাপ-বাঘ লুকিয়ে থাকে, ঢুকতে দেবেন না', BJP কে কটাক্ষ মমতার

Continues below advertisement

একদিকে আজ পুরুলিয়াতে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সভা করেন। অন্যদিকে আজই পশ্চিম মেদিনীপুরে ৩টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে তিনি গড়বেতা বিধানসভা এলাকার গোয়ালতোড়ের আমলাশুলিতে সভা করছেন। সেখান থেকে তিনি বলেন, “কয়েকদিন আগে আমি আঘাত পেয়েছি। ড্রেসিংয়ের পরও পায়ে রক্ত জমে আছে। এর আগেও আমাকে আঘাত করা হয়েছিল। তবে পা’টা ঠিক ছিল। কিন্তু সেই পায়ে চোট করে দেওয়ার ফলে আমার হৃদয় চোট করে দেওয়া হয়েছে।" বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ থাকে। সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া হবে না।" ইস্তেহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ইস্তেহারে বলা হয়েছে নির্বাচনের পর দুয়ারে রেশন। ১৮ বছর বয়সী বিধবাদের পেনশন। ক্ষমতায় এলে সব তফশিলি পরিবারকে ১০০০ টাকা করে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণিতে উঠলেই ১০০০০ টাকা অথবা ট্যাব কিনে দেওয়া হবে। নবম শ্রেণিতে উঠলেই বিনা পয়সায় সাইকেল। সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামীতে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ সংখ্যালুঘদের স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামীতে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কার্ডে থাকবে ১০ লক্ষ টাকা, সুদ হবে ৪ শতাংশ। কার্ডের টাকা থেকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্কুলের ফিজ জমা দেওয়া যাবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram