Mamata Banerjee Rally: 'ভোটের ভয়েই ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়েও আচমকা সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের', খোঁচা মমতার

Continues below advertisement

নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ (North Bengal) সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাটাবাড়ির (Natabari) জনসভায় মমতা বলেন, ‘দুয়ারে সরকারে মিলবে কাস্ট সার্টিফিকেট। নন্দীগ্রামে (Nandigram) আমি ভালোভাবেই জিতব। আমি একা জিতলেই হবে না, আমার বাকি প্রার্থীদেরও জেতাতে হবে। তবেই আমি সরকার গঠন করতে পারবো। ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি (BJP)। ভোটের ভয়েই ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়ে আচমকা সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে কেন্দ্রকে। একদিন দেখবেন ব্যাঙ্কের টাকাও আচমকা উধাও হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিরোধীদের ঘরে সিবিআই (CBI), ইডি (ED) ঢুকিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য। গায়ের জোরে যা-ইচ্ছে তাই করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন (Election Commission) চলছে। অসমের নির্বাচনে পুলিশ ভোট দিচ্ছে। বিজেপি যাই করুক, বাংলায় তৃণমূল কংগ্রেসই (TMC) আবার ক্ষমতায় আসছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram