Mamata Banerjee Rally: 'এক বছর সময় পেয়েও মোদি-শাহ করোনা ঠেকাতে কিছুই করলেন না', অভিযোগ মমতার

Continues below advertisement

আজ ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভাতে মমতা বলেন, "অসমে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে। মনে রাখবেন আমি বাংলায় এনপিআর, এনআরসি করতে দেব না। আপনারা সবাই নাগরিক। তবে ১৮ বছর বয়স হলে দেখবেন ভোটার তালিকায় যেন আপনাদের সবার নাম থাকে। ভোটটা কিন্তু দিতেই হবে। বাংলাকে আমরা গুজরাত হতে দেব না, এটাই আমাদের শপথ।" মমতা আরও বলেন, "আমি বলেছি করোনার ভ্যাকসিন কিনব, কিন্তু ওরা দিচ্ছে না। করোনায় এক বছর আগে এত মানুষ মারা গেলেন, এক বছর সময় পেয়ে মোদি বা শাহ (Amit Shah) কেউই কিছু করলেন না। এখন বাইরে থেকে লোক নিয়ে এসে করোনা বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, আর পরে আমাদের ভুগতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram