Mamata Banerjee: আগামী সপ্তাহের শুরুতে TMC-র লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE: আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের(TMC) লোকসভা ভোটের (Lok Sabha Election)ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইস্তেহারের ড্রাফটের কাজ প্রায় সম্পূর্ণ বলে জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল নেতা অমিত মিত্র। আজ ইস্তেহার সম্পর্কিত চতুর্থ বৈঠক ছিল তৃণমূল ভবনে। সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা ও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তেহার থাকবে বলে জানিয়েছেন তিনি। আর্থিক বৈষম্য, বেকারত্ব, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব, মানুষের বাক স্বাধীনতা খর্বের মতো বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে।