Adhir Attacks Mamata: 'দিল্লির নেতাদের থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে বেশি চিনি আমি' মন্তব্যে অনড় অধীর
বুধবার নন্দীগ্রামে প্রচারের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে শুরু থেকেই নাটক আখ্যা দিয়ে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আবার অভিজিৎ মুখোপাধ্যায়, মনীশ তিওয়ারি, আনন্দ শর্মার মতো অনেকেই তৃণমূল নেত্রীর সুস্থতা কামনায় ট্যুইট করেন। বিষয়টি নিয়ে চলছে চাপানউতোর।
নন্দীগ্রামে জনসংযোগের সময় আহত মমতা বন্দ্যোপাধ্যায়!!
কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের মতো শুরু থেকেই গোটা ঘটনাকে নাটক আখ্যা দিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও! অধীরের মন্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূল। এরইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পরপর ট্যুইট করেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি, আনন্দ শর্মা, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। প্রশ্ন ওঠে, তাহলে কি কংগ্রেসের অন্দরে মমতার আহত হওয়ার ইস্যুতে মতবিরোধ রয়েছে? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বরাবরের মতোই নিজের কড়া অবস্থানে অনড় অধীর চৌধুরী।