Mamata Banerjee’s Video Message: 'কর্মসূচির কোনও পরিবর্তন হবে না, প্রয়োজনে হুইল চেয়ারে যাব', বার্তা মমতার

Continues below advertisement

‘আমি নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে যে গাড়িটা আমার পায়ের ওপর চেপে যায়। যা ওষুধ ছিল, খেয়েছি। তারপর কলকাতার দিকে রওনা হই। সকলে শান্ত থাকুন, সংযত থাকুন। আশা করি দু-তিন দিনেই ফিরব কর্মসূচিতে। হয়তো কিছুদিন হুইল চেয়ারে ঘুরতে হতে পারে তবে কর্মসূচির কোনও পরিবর্তন হবে না’, এসএসকেএমের (SSKM) বেডে শুয়ে ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তাঁর বেশ কিছু কর্মসূচির দিন পাল্টাতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে দলীয় ইস্তাহার প্রকাশ। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলা ছিল মমতার সফর। সফর ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কমপক্ষে ১৪টি সভা করার কথা ছিল তৃমমূলনেত্রীর, পিছিয়ে যেতে পারে এইসব কর্মসূচি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram