Mamata Banerjee Siliguri meeting: 'ভারতে একটাই সিন্ডিকেট চলে, মোদি-শাহ সিন্ডিকেট', আক্রমণ মমতার
পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) রোড শো-র (Road how) পর জনসভা করেন তৃণমূল নেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাথরাস ধর্ষণ ও খুনের কাণ্ড নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ‘এই রজ্যে মহিলাদের উপর অত্যাচারের কথা বলছেন, আর আপনাদের রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বড় বড় কথা বলতে লজ্জা করে না?’ তিনি আরও বলেন, ‘দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছেন। এবার দেশের নাম নিজের নামে করে নেবেন। আমার লজ্জা লাগে। কোভিডে রাজ্যে এতো মানুষ মারা গেল, এতো সমস্যা হল, একদিনের জন্যও প্রধানমন্ত্রী দেখতে আসেননি। ভয় পেয়ে ভার্চুয়াল মিটিং করতেন। আমি সেই সময় সব জায়গায় ঘুরে নজর রেখেছি। কোভিডের টিকায় মোদির মুখের ছবি দেওয়া হয়েছে, রাস্তা, বাড়ি সব প্রধানমন্ত্রীর নামে। একদম যাবেন না ওনার কাছে। সবচেয়ে বড় তোলাবাজ মোদি। রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজ্জ্বলা যোজনায় দূর্নীতি হয়েছে। সারা ভারত একটি সিন্ডিকেটের কথা জানে, মোদি-শাহ সিন্ডিকেট।’