Mamata Bankura Rally: ‘মোদির মতো মিথ্যেবাদী আর একটাও দেখিনি’, বিষ্ণুপুরে আক্রমণাত্মক মমতা

Continues below advertisement

বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur) নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘'বিজেপি (BJP) বলছে ৭ম পে কমিশন হবে। ত্রিপুরায় পিএফ বন্ধ করে দিয়েছে বিজেপি। ওরা দুর্যোধন, দুঃশাসনের দল। আমরা স্বনির্ভর গোষ্ঠীর ছেলে-মেয়েদের ৫ হাজার টাকা করে দিই। আগামী দিনে আমরা আরও ১০ লক্ষ মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনব। তাদের ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই ঋণের ৩০ শতাংশ দেয় সরকার। বালুচরি আমার বিশ্ববাংলার এক নম্বর প্রোডাক্ট।'' 

তিনি আরও বলেন, ''আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মতো মিথ্যেবাদী আর কাউকে দেখিনি। তাদের ভয়ে উত্তরপ্রদেশের আইপিএস অফিসাররা চাকরি ছেড়ে দিচ্ছে। দলিতদের উপর অত্যাচার করছে। তফসিলি মেয়েকে পুড়িয়ে দিয়েছে। মোদির তিনটে সিন্ডিকেট। একটা অমিত শাহ, একটা মোদি, একটা আদানি। সব লুঠ করে নিয়ে যাবে। শুধু মোদি খাবে, অমিত শাহ খাবে, আর আদনি খাবে। বাংলার মানুষ কেঁদে বেড়াবে।’'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram