Mamata in Purulia : 'আদিবাসীদের জমির অধিকারে আমরাই আইন করেছি', পুরুলিয়ায় বললেন মমতা

Continues below advertisement

নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  পুরুলিয়ায় আজ জোড়া সভা করার কথা তাঁর। আজ ঝালদার হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভাতে হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। ঝালদার সভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তিনি বলেন, " বাংলায় তৃণমূল সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন। তৃণমূল সরকার থাকবে, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। একমাত্র বাংলায় আদিবাসীদের অধিকার আইন আছে। একমাত্র রাজ্য আদিবাসীদের জমি কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। পুরোহিতদেরও ভাতা দিচ্ছি। কৃযক, ক্ষেত মজদুর জন্য দিই। এতদিন বাংলায় উন্নয়ন করেছে তৃণমূল সরকার। অন্যদিকে গ্যাস, কেরোসিনের দাম বাড়িয়ে যাচ্ছে বিজেপি। পুরুলিয়ায় লোকসভায় জিতেছে মিথ্যা কথা বলে। নির্বাচনের সময় মানুষদের ৫০০, ৫০০০ টাকা দেয় বিজেপি। এত টাকা কোথায় পেল বিজেপি। কংগ্রেস এবং সিপিএম বিজেপির দালাল।" তৃণমূলকর্মীদের বার্তা মমতার, "আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তা হলে তোমরা কেন লড়তে পারবে না?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram