Mamata injury political reaction: 'ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন আছে', মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত নিয়ে মন্তব্য শমীকের
নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। তাঁর এই আঘাত নিয়ে বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে নির্বাচনী প্রচারে ফিরে আসুন। আমি চাই তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন তাঁর সহযোগীরা। মুখ্য়মন্ত্রীর আঘাতে আমরা ব্য়থিত। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ অত্য়ন্ত গুরুতর। এর জন্য অবিলম্বে তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে ষড়যন্ত্র আছে কি না তা দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন রয়েছেন। রাজ্যবাসী উদগ্রীব। আমরাও দলের পক্ষ থেকে সেটা জানতে চাই। তদন্ত হওয়া প্রয়োজন আছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন সেইসময় পুলিশ ফোর্স ছিল না, কেন উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন না সেটা জানার জন্য তদন্তের প্রয়োজন আছে।"