WB Election 2021: 'নন্দীগ্রামে আমরাই জিতব', মনোনয়ন জমা দিয়ে দাবি মমতার

Continues below advertisement

নন্দীগ্রামে (nandigram) এবার হাইভোল্টেজ লড়াই বিজেপি-টিএমসির (BJP, TMC)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আজ হলদিয়ায় (Haldia) মহকুমা শাসকের অফিসে মনোনয়ন (Nomination) জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যখন নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল, তখন সেখানকার বড় নেতারা ভয়ে বেরোননি, কিন্তু আমি সেখনে গিয়েছিলাম বারবার। আমি কৃষক আন্দোলনের সময় ২৬ দিন অনশন করেছিলাম, ১৪ দিন ধর্না দিয়েছিলাম। তাই আমি চাইতাম সিঙ্গুর অথবা নন্দীগ্রাম থেকে নির্বাচন লড়ব। আন্দোলনে মৃত ও নিখোঁজদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি নন্দীগ্রামের মানুষদের স্যালুট জানাচ্ছি’। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আমি ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। আমি আশা করছি, আমাকে পেয়ে নন্দীগ্রামের মানুষ খুশি হবে, আমরা জিতব’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram