Mithun Chakraborty Exclusive: আমার হৃদয়ের বাসা বাংলা, যখনই দরকার হয় ফিরে ফিরে আসি : মিঠুন

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) পরিযায়ী পাখি? উত্তরে সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া তারকা জানান, "আমার হৃদয়ের বাসা বাংলা। আমি যেখানেই যাই, বাংলাতে আমাকে দরকার হলেই আমি ফিরে আসি।" কেমন লাগে এরকম কথা শুনতে? মিঠুন জানান, "এই কথাগুলো যারা বলছেন তাঁরা ঠিক বলছেন না, একথা তাঁরা নিজেরাও জানেন।" এবার যদি শুনতে হয় মিঠুন চক্রবর্তী বহিরাগত, সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা করবেন? উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, "তাহলে কি মাদার টেরেজা, সিস্টার নিবেদিতাও বহিরাগত? নাম নয়, কাজই আপনার পরিচয় হওয়া উচিত।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola