Mithun Chakraborty Exclusive: '৯০ দিন ধৈর্য ধরে বসুন, অ্যাজেন্ডা পার্টিদের ডানা আমি কাটব', হুঁশিয়ারি মিঠুনের

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বাংলাতে মুক্তবাহিনীর কথা বলেন। কী করবে সেই মুক্তবাহিনী? মিঠুন চক্রবর্তী জানান, "মুক্তবাহিনী বাংলার হয়ে কাজ করবে। মেরুকরণ তো একরাতে শেষ হয়ে যেতে পারে না। তাই বাংলার মুক্তবাহিনী মানুষকে ঠিক বোঝানোর কাজ করবে। তবে ক্ষমতার অপব্যবহার করলে সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।" আপনি যে বলেন ৯০ দিনের মধ্যে কাজ হয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? সেই প্রসঙ্গে মিঠুন জানান, "৯০ দিন ধৈর্য ধরে বসুন। অ্যাজেন্ডা পার্টিদের ডানা আমি কাটব।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola