WB Election 2021: 'প্রার্থী আমি হব না, কারণ তাহলে আমি স্বার্থপর হয়ে যাব', জবাব মিঠুনের
আজই শেষ হচ্ছে রাজ্যে প্রথম দফা ভোটের প্রচার-পর্ব। সকাল থেকে জমজমাট প্রচার। একাধিক জেলায় বিজেপির মেগা র্যালি। বাঁকুড়ার শালতোড়া, পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার শালতোড়ায় রোড শো করেন 'মহাগুরু'। তাঁকে দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। মানুষের উন্মাদনা দেখে মিঠুন বলেন, ‘তোমাদের ভালোবাসার কথা আমি সবসময়ই বলি। বাংলার মানুষের সঙ্গে আমার হিরো আর ফ্যানের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। বাংলার সব গরিব মানুষের জন্য লড়তে এসেছি। বাংলার সব মানুষকে তাঁদের ন্যায্য অধিকার দেওয়াব। এটা আমার প্রতিশ্রুতি। সবার আশীর্বাদ কামনা করছি। তিনি প্রার্থী হবেন কি না, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছিল বঙ্গ রাজনৈতিক মহলে। এদিন সেই প্রশ্ন ফের একবার করা হলে মহাগুরু জানিয়ে দেন, তিনি ভোটে দাঁড়াবেন না। বললেন, আমি নির্বাচনের প্রার্থী হব না। কারণ তাহলে আমি স্বার্থপর হয়ে যাব।’