Modi 3.0 Oath Ceremony: মোদির বাড়িতে চা-চক্র, উপস্থিত অমিত শাহ, জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান।

PM Narendra Modi: নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির (PM Narendra Modi) বাড়িতে চা-চক্র। মোদির বাসভবনে অমিত শাহ (Amit shah), জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান। মোদির বাসভবনে নেই অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। চা-চক্রে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসোয়ান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। গুরুত্বপূর্ণ দফতর হাতে রাখছে বিজেপি: সূত্র। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ: সূত্র।প্রতিরক্ষা মন্ত্রক থাকছে রাজনাথের হাতেই: সূত্র। ABP Ananda live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola