PM Modi Kanthi Rally : '২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে', কাঁথিতে বললেন মোদি

কাঁথিতে (Kanthi) নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi)। উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ কাঁথি (Contai) জেলার প্রার্থী ও নেতা-কর্মীরা। সভামঞ্চে মোদি বলেন, 'স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান অনেক। সেই অবদানের স্বীকৃতি দেওয়া বিজেপির দায়িত্ব। বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলার প্রত্যেক বাড়ি থেকে একটাই আওয়াজ আসছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। দিদি এখন মেদিনীপুরে এসে অজুহাত দিচ্ছেন। আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গিয়েছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে। আগে দেখা পাওয়া যেত না, এখন দিদি বলেন, তাঁর সরকার নাকি দুয়ারে দুয়ারে। আপনার খেলা ধরা পড়ে গেছে, দিদি। ২ মে মমতাকে  (Mamata banerjee) দরজা দেখাবে বাংলার মানুষ। আগামী ২৫ বছরে বাংলার উন্নয়নের শুরু হবে এই নির্বাচন দিয়ে। সোনার বাংলা তৈরি করতে হবে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola