Morning Headlines : প্রথম দফার ভোট শুরুর আগেই উত্তপ্ত বঙ্গের বিভিন্ন অঞ্চল
Continues below advertisement
রাতভর পটাশপুরে বোমাবাজি। তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষ। সংঘর্ষ থামাতে যাওয়া ওসির সামনে ফাটল বোমা। আহত হয়ে ভর্তি হাসপাতালে।
আজ প্রথম দফায় পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার ৩০টি আসনে নির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু ভোটগ্রহণ। মোতায়েন ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
মাও কায়দায় ভোট পুরুলিয়ায় ভোটকর্মীদের গাড়িতে আগুল। জঙ্গল থেকে মুখ ঢাকা দুষ্কৃতী হামলা। চালককে নামিয়ে রাসায়নিক ছুড়ে হামলার অভিযোগ। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, ভগবানপুর, খেজুড়িতে অশান্তির আশঙ্কা। নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করছে বিজেপি। কমিশনে নালিশ তৃণমূলের। পাল্টা গেরুয়া শিবিরও।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee West Bengal Election 2021 BJP Congress Mamata Banerjee Assam Election 2021 Nandigram News WB Election 2021 First Phase Voting West Bengal Election 2021 Voting WB Election 2021 Voting LIVE Bengal Election 2021 Voting News Bengal Election 2021 Voting Percentage WB Election 2021 Voting Photos Assam Election 2021 Voting Assam Election 2021 Voting LIVE