বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক মাদক-কাণ্ডে গ্রেফতার পামেলা
বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক মাদক-কাণ্ডে গ্রেফতার পামেলা। রাকেশের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার তত্ত্ব পামেলার। তৃণমূলের ষড়যন্ত্র, দাবি বিজেপি নেতার। বিতর্ক এড়ালেন কৈলাস। অনেক কিছু দেখার বাকি, কটাক্ষ পার্থর। নিউটাউনের অ্যাক্সিস মলে বিজেপি নেত্রীর পার্লার।চাবির খোঁজে পুলিশ। গ্রেফতারির সময় আরও একজন ছিল, সে কোথায়? প্রশ্ন পামেলার। সবকিছুর ভিডিও রেকর্ডিং থাকার দাবি পুলিশের। ভোটের মুখে ইউএপিএ, খুনের অভিযোগ ছাড়া বিমল গুরুঙ্গের বিরুদ্ধে সব মামলা তুলছে রাজ্য। হিংসার ৭০টি মামলা প্রত্যাহার। বাকি মামলা তুলতে আদালতে আবেদন। গুরুঙ্গের বিরুদ্ধে সব মামলা তুলছে রাজ্য। সরকার মনে করেছে, তাই প্রত্যাহার, দাবি তৃণমূলের। ভোটের জন্য শাসক শিবিরের সঙ্গে থাকলেই সাত খুন মাফ! কটাক্ষ বিরোধীদের। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মিনাখাঁ। দিলীপের কনভয়ে বোমাবাজির অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব। গুজব থেকেই হামলা, দাবি পুলিশের। অভিষেকের মুখে নতুন স্লোগান তৃণমূলের। বাংলার মানুষ তো শুধু শান্তি চায়, কটাক্ষ বিজেপির। জয় নিয়ে নিশ্চিত থাকলে শুধু নন্দীগ্রাম থেকেই লড়ুন মমতা। একসঙ্গে এক বয়ানে ১৪ বিজেপি নেতার ট্যুইট। মমতা যেখানেই দাঁড়াবেন, সেখানেই জিতবেন, পাল্টা সৌগত। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। গতিবিধি নিয়ন্ত্রণে সিইও দফতর। পুলিশে কমিশনের অনাস্থা স্পষ্ট, দাবি বিরোধীদের। গুরুত্বে নারাজ তৃণমূল। ৩৭ পয়সা বেড়ে পেট্রোল ৯২ ছুঁইছুঁই। ডিজেল ৮৫-র কাছে। প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। কীভাবে কমানো যায়? দাম রাজ্যের সঙ্গে আলোচনা চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেড। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রচারের প্যারোডি। রাজনৈতিক নিঃস্ব, তাই এই দুরবস্থা, কটাক্ষ কুণালের।