Morning Headlines: তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে? | ABP Ananda LIVE
তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী-সহ শপথ নিলেন ৭২ জন মন্ত্রী। মোদি মন্ত্রিসভায় জে পি নাড্ডা, সুকান্ত মজুমদার। কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি ও রাজ্য সভাপতি? তুঙ্গে জল্পনা।
মোদি মন্ত্রিসভায় অধিকাংশই পুরনো মুখ। রাজনাথ, অমিত শাহ, গডকড়ী, সীতারমণ থেকে জয়শঙ্কর, প্রহ্লাদ, গিরিরাজ, অশ্বিণী, রিজিজু, হরদীপ, মনসুখ মাণ্ডব্য, ফের হলেন মন্ত্রী। এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা। কেন এই অসম্মান ? বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতার প্রমাণ। এক্স হ্যান্ডলে পোস্ট দেবাংশুর।
টানা তিনবার, মোদি সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন ৭২জন মন্ত্রী। বিজেপির হাতেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, অর্থ থেকে বিদেশমন্ত্রক, খবর সূত্রের। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রজনীকান্ত, শাহরুখ থেকে রাজকুমার হিরানি, রাইসিনা হিলসে শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। হাজির মুকেশ আম্বানিও।
তৃতীয় মোদি সরকারের শপথের দিনই জমমু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। রিয়াসিতে গুলি, খাদে পুণ্যার্থী বোঝাই বাস। নিহত ১০, আহত ৩০জনেরও বেশি। শোকজ্ঞাপন অমিত শাহ, মমতার।