Morning Headlines: আজ নজরে নন্দীগ্রাম, ২য় দফায় ৪ জেলায় ৩০ আসনে ভোট

Continues below advertisement

দ্বিতীয় দফা ভোটের আগের রাতে কেশপুরে (Keshpur) রাজনৈতিক হিংসা। বাড়ির সামনে তৃণমূল (TMC) কর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি বিজেপির (BJP)। আজ দ্বিতীয় দফায় চার জেলায় ৩০ আসনে ভোট। মমতা-শুভেন্দু (Mamata Banerjee-Suvendu Adhikari) দ্বৈরথে নজরে নন্দীগ্রাম (Nandigram)। জারি ১৪৪ ধারা (Section 144), কপ্টারে নজরদারি। প্রতি বুথে বাহিনীর চার জওয়ান (Jawan)। বন্ধ খেয়া পারাপার। সীমানা বন্ধে বিশেষ ব্যবস্থা। নন্দীগ্রামে ভোটের আগে আইনি স্বস্তি। জমি আন্দোলনকাণ্ডে বিভিন্ন মামলায় অভিযুক্ত শেখ সুফিয়ান, আবু তাহের-সহ ১৪ জনের আবেদনের প্রেক্ষিতে ৮ এপ্রিল পর্যন্ত স্তিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। মনোনয়ন জমা নিয়ে ব্যারাকপুরে ধুন্ধুমার। ফের স্বল্প সঞ্চয়ে কোপ। ৪৬ বছরে পিপিএফের (PPF) সুদের হার সর্বনিম্ন। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমল ১০ টাকা। দেশে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৫৩ হাজার ৪৮০। একদিনে মৃত ৩৫৪। বাংলায় একদিনে আক্রান্ত ৯৮২ জন, মৃত ২।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram