Morning Headlines: ১ম দফায় ৩০টির মধ্যে ২৬টি আসনে জয় পাবে বিজেপি, প্রত্যয়ী Amit Shah, সঙ্গে অন্য খবর
প্রথম দফায় ২৬টি আসন যাবে বিজেপির (BJP) দখলে, দাবি অমিত শাহের (Amit Shah)। আসন দাবি নিয়ে অমিতকে পাল্টা আক্রমণে মমতা (Mamata Banerjee)। বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ, নন্দীগ্রামে (Nandigram) ভোটের মুখে নাম না করে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। হারের আশঙ্কায় আর্তনাদ, জবাব দেবে মানুষ, কটাক্ষ শিশিরের (Sisir Adhikari)। নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা আপনি হবে, হুঙ্কার অমিত শাহের। যেন ৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে, নন্দীগ্রাম থেকে সুর চড়ালেন মমতাও। আস্থা রেখেছেন মোদি-অমিত। ভোটের পর সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ (Dilip Ghosh), বললেন শুভেন্দু (Suvendu Adhikari)। কর্মীদের ভোকাল টনিক দিতে রূপকথার গল্প, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। লালগড়ে ভোট মিটতেই পদক্ষেপ এনআইএর (NIA)। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক কাণ্ডে গ্রেফতার ছত্রধর। দুদিনের হেফাজত। রবিবাসরীয় প্রচারে ঝাঁঝ, ইন্দাস-কেশপুর-ডেবরা-চন্দ্রকোনা, পরপর রোড শো মিঠুনের (Mithun Chakraborty)। তারকাকে দেখতে মানুষের ঢল। সিঁথিতে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়েও। গ্রেফতার ২। দলের যোগ নেই, দাবি তৃণমূলের। বোমাবাজির পর বিজেপি কর্মীদের গাড়িতে হামলা। দিনভর দফায় দফায় উত্তপ্ত কেশপুর (Keshpur)। রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ (Corona Cases)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২৭। মৃত ২। দেশে দৈনিক সংক্রমণ প্রায় ৬৩ হাজার।