Morning Headlines: Nandigram- এ অশান্তির আশঙ্কায় মোতায়েন ২২ কোম্পানি বাহিনী, আরও খবর

Continues below advertisement

ভোটের ঠিক আগে অপসারিত হলদিয়ার (Haldia) এসডিপিও, মহিষাদলের সিআই (CI)। পক্ষপাতের অভিযোগে বালিগঞ্জের রিটার্নিং অফিসারও বদল। অশান্তির আশঙ্কায় শুধু নন্দীগ্রামেই (Nandigram) ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম। শুভেন্দু-মিঠুনের সভার পরই বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা (Ashok Dinda)। গাড়ির উপর পাথরবৃষ্টি, পিঠে আঘাত। সহকারীও আহত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ খারিজ তৃণমূলের। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন (Election Commission)। মুকুল, জয়প্রকাশ নিয়ে মমতার (Mamata Banerjee) গলায় সহানুভূতির সুর। হারের ভয়ে বিভাজনের চেষ্টা, কটাক্ষ বিজেপির (BJP)। বিরুলিয়া কাণ্ডের ২০ দিনের মাথায় জাতীয় সঙ্গীত গাইতে নন্দীগ্রামেই হুইল চেয়ার থেকে কিছুক্ষণের জন্য উঠে দাঁড়ালেন মমতা। রাজ্যে বামেদের সঙ্গে জোট আর কেরলে প্রচারে গিয়ে সেই সিপিএমকেই আক্রমণে প্রিয়ঙ্কা (Priyanka Gandhi)। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ। দুর্নীতি থেকে সন্ত্রাস নিয়ে সিপিএমকে (CPM) নিশানা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram