Morning Headlines: BJP-র মিঠুন বনাম TMC-র জয়া, আজ থেকে শুরু জয়ার প্রচার, সঙ্গে অন্য খবর
বিজেপির মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) পাল্টা এবার তৃণমূলের জয়া বচ্চন (Jaya Bachchan)। তৃণমূলের (TMC) হয়ে রাজ্যে প্রচারে এবার অমিতাভ-পত্নী। আজ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের (Arup Biswas) হয়ে রোড শো। ৮ এপ্রিল পর্যন্ত থাকবেন তৃণমূলের প্রচার সভায়। তৃতীয় দফা ভোটের আগে সিণ্ডিকেট নিয়ে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক। সত্যতা যাচাই না করেই মিথ্যাচার বিজেপির, পাল্টা সুব্রত (Subrata Mukherjee)। প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা যেত অভিষেকের কাছে, অভিযোগ অমিত মালব্যের। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো বসে থাকতে পারেন না, কটাক্ষ দীনেশের। নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah) সিণ্ডিকেট নম্বর ১ ও ২, পাল্টা মমতা (Mamata Banerjee)। কয়লাকাণ্ডে দিল্লিতে ইডির হাতে গ্রেফতার বাঁকুড়ার আইসি অশোক মিশ্র। বিনয়ের আত্মীয় অশোকের সাহায্যেই পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে, দাবি গোয়েন্দা সূত্রে। আজ লালাকে তলব সিবিআইয়ের (CBI)। প্রচারে বেরিয়ে টাকা দেওয়ার অভিযোগ, রাণাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থীর অনুগামীর বিরুদ্ধে। ভিডিও পোস্ট করে দাবি মহুয়া মৈত্রের। নন্দীগ্রামের (Nandigram) ভোটে কোনও কারচুপি হয়নি, সিসি ক্যামেরা ফুটেজের উল্লেখ করে মমতার অভিযোগ খারিজ করল কমিশন। নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চান, আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)। পক্ষপাতদুষ্ট কমিশন (Election Commission), পাল্টা তৃণমূল। ২০ সালে ডিসেম্বরের পর বাংলায় ফের একদিনে করোনা (Corona) আক্রান্ত প্রায় ২ হাজার জন, মৃত ৪। করোনা সংক্রমণের জেরে মহারাষ্ট্র ছাড়ছে পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্রে শনি ও রবিবারে লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত।