West Bengal Election 2021: নরেন্দ্র মোদির 'দিদি ও দিদি' সম্বোধন নিয়ে চটল তৃণমূল

দিদি (Didi) বলে সম্বোধন করতে গিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi), অভিযোগ তৃণমূলের। দিদি বলে ডাকায় অসম্মানের কী আছে? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। কাটমানি, তোলাবাজি, সিণ্ডিকেট, পিসি-ভাইপোর পর ভোটের বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে আরও এক নতুন শব্দবন্ধ, 'দিদি ও দিদি'। রাজ্যে ইতিমধ্যেই দুই দফায় ৬০ আসনে ভোট হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে হাইপ্রোফাইল ভোট নন্দীগ্রামও (Nandigram)। এখনও ২৩৪ আসনে নির্বাচন বাকি। তার আগে বাংলায় এসে প্রতিটি জনসভাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুরে সম্বোধন করছেন প্রধানমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola