Morning Headlines: শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার, পার্নোর প্রচার ঘিরে রণক্ষেত্র বরানগর
বন্ধ দরজার ওপার থেকে শোনা গিয়েছিল গুলির শব্দ, তারপরই দরজা ভেঙে ঢুকে হামলা, শীতলকুচি-কাণ্ডে (Sitalkuchi Incident) জানালেন তৃতীয় পোলিং অফিসার। কমিশনের (Election Commission) নিষেধাজ্ঞা শেষ হতেই মাথাভাঙায় মমতা (Mamata Banerjee), শীতলকুচিতে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ। দেখা করলেন আনন্দ বর্মনের দাদুও। জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির। বিজেপি (BJP) প্রার্থী পার্নো মিত্রের (Parno Mitra) শেষ দফার প্রচার ঘিরে রণক্ষেত্র বরানগর। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পার্নো মিত্রকেও হেনস্থার অভিযোগ। প্রতিবাদে অবরোধ, থানায় বিক্ষোভ। শুধুই নাটক, পাল্টা তৃণমূল (TMC)। পার্নোর ওপরে হামলার প্রতিবাদে বরানগর থানায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। পাল্টা পথে তৃণমূল। পুলিশের সঙ্গে বচসা। প্রচারে বেরিয়ে আক্রান্ত রানিনগরের কংগ্রেস (Congress) প্রার্থী। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মত্ত অবস্থায় নাচতে নাচতে হামলা চালায় কংগ্রেস প্রার্থীর নিরাপত্তারক্ষী, পাল্টা দাবি শাসকদলের। পঞ্চম দফা ভোটের আগে প্রথমবার বাংলায় রাহুল গাঁধী (Rahul Gandhi)। বিভাজনের রাজনীতির অভিযোগে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহকে (Amit Shah) আক্রমণ। উন্নয়ন নিয়ে মমতাকে নিশানা। সিবিআইয়ের পর এবার আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নোটিস ইডির। তলব তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্যকেও। সারদা-কাণ্ডে প্রাক্তন আইপিএস (IPS) ও মদন মিত্রের প্রাক্তন পিএ-কে হাজিরার নির্দেশ। রাজ্যে একদিনে করোনায় (Corona) মৃত্যু বেড়ে ২৪, আক্রান্ত ৬ হাজার ছুঁইছুঁই। সংক্রমিত শঙ্খ ঘোষ (Sankha Ghosh), কৌশিক সেন। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানার বিমানযাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। করোনার চোখরাঙানি, সিবিএসইর (CBSE) দশমের পরীক্ষা বাতিল, দ্বাদশের পরীক্ষাও স্থগিত। পরবর্তী সিদ্ধান্ত ১ জুন।