বিজেপিতে সক্রিয় হচ্ছেন শোভন? পার্থর সঙ্গে বৈশাখীর বৈঠকের পর তুঙ্গে জল্পনা
Continues below advertisement
পার্থর সাথে বৈঠকে বৈশাখী, আসন্পুনরভোটে কি বিজেপিতে সক্রিয় শোভন? কিছুদিন আগেই শোভনের এলাকার দায়িত্ব দেওয়া হয় শোভন চট্ট্যোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্যোপাধ্যায়। তারপরেই আজকের বৈঠকে শোভনের সক্রিয়তা নিয়ে বার্তা দিয়ে গেলেন শোভন চট্যোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের শোভনের প্রতি অনাগ্রহ ও ব্যঙ্গ বিদ্রুপ, পাশাপাশি বিজেপি থেকে আসা বিভিন্ন প্রস্তাব শোভন বিবেচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।
Continues below advertisement
Tags :
Ratna Chatterjee Municipal Poll Baisakhi Banerjee Sovan Chatterjee Partha Chatterjee Abp Ananda TMC BJP