Narendra Modi: লোকসভা ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার
ABP Ananda LIVE: লোকসভা ভোটের (lok sabha election)মুখে ১০০ দিনের কাজের (100days work) মজুরি বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের (tmc) অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের মজুরি, সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হলেও, বাংলার ক্ষেত্রে তা মাত্র ৫ শতাংশ! মোদি সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগে ফের সুর চড়িয়েছে তৃণমূল। দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এর পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও।