PM Modi Bankura Rally: 'আমাকে লাথি মারুন, বাংলার উন্নয়নকে আর লাথি মারার সুযোগ আপনাকে দেব না', বাঁকুড়ায় মমতাকে আক্রমণ মোদির

রাজ্যে ফের ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দানের সভায় মোদি (PM Modi Bankura Rally) বলেন, 'দিদির লোকজন ছবি আঁকছে আমার মাথায় উনি পা তুলে দিয়েছেন, এটাই কী বাংলার সংস্কৃতি! এর পরও দিদিকে বলতে চাইব, চাইলে আমাকে লাথি মারুন, তবে বাংলার উন্নয়নকে আর লাথি মারার সুযোগ আপনাকে দেব না, বাঁকুড়ার সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ মোদির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola