INDIA alliance: 'INDIA' জোটে এবার 'সমান্তরাল' সমীকরণ তৈরির চেষ্টা চলছে? ABP Ananda Live

ABP Ananda Live: একদিকে এনডিএ শিবিরে সরকার গড়ার তৎপরতা, আরেকদিকে ইন্ডিয়া শিবিরে জল মেপে এগোনোর তোড়জোড়। এর মধ্য়েই কি 'INDIA' জোটে এবার 'সমান্তরাল' সমীকরণ তৈরির চেষ্টা চলছে? 'INDIA' জোটের মধ্যেই কি তৈরি হচ্ছে আরও একটি জোট? জল্পনা বাড়াল 'INDIA' জোটের শরিকদের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের একের পর এক পৃথক বৈঠক। গতকাল প্রথমে দিল্লিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপর আম আদমি পার্টির অন্য়তম শীর্ষ নেতা ও সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বৈঠকে বসেন তিনি। দিল্লি থেকে মুম্বই গিয়ে উদ্ধব ঠাকরের বাসভবনে পৌঁছে তাঁর সঙ্গেও বৈঠক করেন অভিষেক।

অন্য়দিকে, সরকার গঠনের তোড়জোড়ের মধ্য়েই নরেন্দ্র মোদি, অমিত শাহদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গাঁধী। শেয়ার বাজার নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভবিষ্য়দ্বাণীর প্রসঙ্গ টেনে, রাহুল গাঁধীর অভিযোগ, এটা শেয়ার বাজারের ইতিহাসের সর্ববৃহৎ কেলেঙ্কারি। এনিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তও দাবি করেছেন তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola