Narendra Modi: জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে গরিবদের জন্য কাজ করে যাব: নরেন্দ্র মোদি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ তো ছিলই। এরই মধ্যে তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি ছিল তুঙ্গে। আজ সেই বৈঠকে বসে NDA-র সংসদীয় দল। সেখান থেকেই আগামী ২৫ বছরের বিকশিত ভারতের রূপরেখার কথা জানালেন নরেন্দ্র মোদি।  

ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভা আসনে বিজেপি জিতেছে ৭৮টি আসন। গত দু-দশকের বেশি সময় ধরে ওড়িশার রাজনীতিতে একচ্ছত্র অধিকার করে চলা নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের অশ্বমেধের ঘোড়া থামিয়েছে মোদি-ব্রিগেড। এদিন সেই প্রসঙ্গ এনেই প্রথমে জগন্নাথ প্রভুর নামে ধ্বনি দেন মোদি। এরপর বলেন, 'আমি সবসময় এটাই মেনে আসি যে গরিবের দেবতা মহাপ্রভু জগন্নাথ। আগামী ২৫ বছরে ওড়িশা দেশের বিকাশে একদম সামনের সারিতে থাকবে', ওড়িশার প্রভূত উন্নতির ইঙ্গিত। মোদির কথায়, জগন্নাথদেব গরিবের দেবতা, সেই আশীর্বাদ নিয়ে গরিবদের জন্য কাজ করে যাব, পথ দেখাবে ওড়িশা।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram