Narendra Modi: আগের গতিতেই দেশের আশা পূরণ করব | রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি মোদির

ABP Ananda LIVE: তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি । রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার দাবিপত্র পেশ । 'আরও একবার দেশ সেবার সুযোগ দেওয়ায় ধন্যবাদ' । 'দেশের আশা-আকাঙ্খা পূরণে কোনওরকম খামতি রাখব না' । 'রবিবার সন্ধে ৬টায় শপথগ্রহণের সময় দিয়েছেন রাষ্ট্রপতি' । 'আরও উৎসাহের সঙ্গে, আরও বড় লক্ষ্য পূরণের পথে এগোব । এনডিএ-র (NDA New Form) নতুন ব্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi Speech)। সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বললেন, 'এনডিএ-কে যদি একদিকে রাখি, অন্য দিকে ভারতের মানুষের স্বপ্ন এবং সঙ্কল্পকে রাখি, তা হলে এন মানে দাঁড়ায় নিউ ইন্ডিয়া, ডি মানে ডেভলপড ইন্ডিয়া এবং এ মানে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া।'শুক্রবার, এনডিএ-র সংসদীয় দলের সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করার কথা। সব কিছু নির্ঘণ্ট মাফিক চললে, আগামী পরশু অর্থাৎ রবিবার, সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola