Narendra Modi: আগের গতিতেই দেশের আশা পূরণ করব | রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি মোদির
ABP Ananda LIVE: তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি । রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার দাবিপত্র পেশ । 'আরও একবার দেশ সেবার সুযোগ দেওয়ায় ধন্যবাদ' । 'দেশের আশা-আকাঙ্খা পূরণে কোনওরকম খামতি রাখব না' । 'রবিবার সন্ধে ৬টায় শপথগ্রহণের সময় দিয়েছেন রাষ্ট্রপতি' । 'আরও উৎসাহের সঙ্গে, আরও বড় লক্ষ্য পূরণের পথে এগোব । এনডিএ-র (NDA New Form) নতুন ব্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi Speech)। সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বললেন, 'এনডিএ-কে যদি একদিকে রাখি, অন্য দিকে ভারতের মানুষের স্বপ্ন এবং সঙ্কল্পকে রাখি, তা হলে এন মানে দাঁড়ায় নিউ ইন্ডিয়া, ডি মানে ডেভলপড ইন্ডিয়া এবং এ মানে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া।'শুক্রবার, এনডিএ-র সংসদীয় দলের সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করার কথা। সব কিছু নির্ঘণ্ট মাফিক চললে, আগামী পরশু অর্থাৎ রবিবার, সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি।