Narendra Modi: ভোটের ফলপ্রকাশের আগের দিন 'নতুন সংকল্পে'র কথা জানালেন মোদি, ধ্যান শেষে বড় ঘোষণা
কন্যাকুমারীতে ধ্যানশেষে ভোটের ফলপ্রকাশের আগের দিন 'নতুন সংকল্পে'র কথা জানালেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে নতুন করে স্বপ্ন দেখতে হবে। নতুন ভিশন হবে - রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। ব্লগে লিখলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
ফলপ্রকাশের আগের দিন ব্লগে তিনি লিখলেন, ১৮৯৭ সালে স্বামীজি বলেছিলেন, পরবর্তী ৫০ বছর আমাদের দেশের জন্য উৎসর্গ করা উচিত। এর ঠিক ৫০ বছর পর, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। আমাদের কাছে আজকে সেই একই সুবর্ণ সুযোগ। আসুন আগামী ২৫ বছর শুধুমাত্র দেশের জন্য উৎসর্গ করি। আমাদের প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং আগামী শতাব্দীতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশবাসীর শক্তি ও উদ্দীপনা দেখে মনে হচ্ছে লক্ষ্য খুব দূরে নয়।
Tags :
Narendra Modi ABP Ananda Lok Sabha Elections 2024 Lok Sabha Elections Result 2024 Elections 2024 Lok Sabha Chunav Result 2024 Modi Blog