Nimtita Station Blast: নিমতিতাকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার ২

Continues below advertisement

মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতায় (Nimtita) রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের (Zakir Hossain) ওপর বোমা হামলায় (Bomb attack) গ্রেফতার হল ২ জন। ঘটনার ৯ দিনের মাথায় সিআইডির (CID) হাতে গ্রেফতার ২ অভিযুক্ত। ধৃতরা হল, মুর্শিদাবাদের সুতির (Suti) বাসিন্দা আবু সামাদ (Abu Samad) ও সহিদুল ইসলাম (Sahidul Islam) ওরফে কেমিক্যাল সহিদুল। এদের এই বিস্ফোরণকাণ্ডে সরাসরি যোগাযোগ আছে বলে দাবি সিআইডির। ধৃতদের নামে ৩২৬, ২০৭, ১২০বি, ৩/৪ইএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আবু সামাদকে আদালতে (Court) তোলা হলে তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি নিমতিতা ষ্টেশনে বোমা হামলা হয় জাকির হোসেন ও তাঁর সঙ্গিদের উপর, গুরুতর আক্রান্ত হন মন্ত্রী সহ কয়েকজন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram