Jalpaiguri Storm: 'কেন্দ্র আবাসের টাকা না দেওয়াতেই ঝড়ে কাঁচাবাড়ি ভেঙে দুর্ভোগ', আক্রমণ অভিষেকের
Lok Sabha Election: চার মিনিটের ঝড়, তাতেই লন্ডভণ্ড জলপাইগুড়ি(Jalpaiguri), কোচবিহার(coochbehar), আলিপুরদুয়ারের (Aliporeduar)বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি, গৃহহীন অসংখ্য় মানুষ। সরস্বতী রায়, জীবন সরকারের মতো ক্ষতিগ্রস্তদের অনেকেই আক্ষেপ করে বলছেন, আবাস যোজনায় যদি একটা পাকা বাড়ি থাকত, তাহলে মাথার ছাদ হারাতে হত না। কেউ আবার অভিযোগ করছেন, যাঁরা নতুন বাংলাদেশ থেকে আসে, তারা নাকি আগে আবাসের টাকা পায়!
Tags :
Weather Update Mamata Banerjee Pm Narendra Modi ABP Ananda Narendra Modi Weather Report Cv Ananda Bose Cm Mamata Banerjee Jalpaiguri News