Panchayat Election: 'পাঞ্জাবে ভোটের সময় এমন হয় না, বাংলায় এমন কেন?', সন্ত্রাস দেখে 'অবাক' পাঞ্জাব পুলিশও
Continues below advertisement
পাঞ্জাবে ভোটের সময় এমন হয় না, ভয়ের ভাঙড়ে দাঁড়িয়ে জানালেন পাঞ্জাব পুলিশের দুই আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর হয়ে বাংলায় ভোটের ডিউটি করতে এসে তাঁরাও হতবাক। অন্যদিকে, ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় দুই আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। শোনপুর বাজারে দোকানপাট বন্ধ। সন্ত্রাসের আবহে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ভোট মিটলেও অশান্তির ভাঙড় যে সহজে শান্ত হবে না, তা ভেবেই আতঙ্কিত এলাকার মানুষ। গতকাল তিন-তিনটি মৃত্যুর পর, আজ সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাঙড়ে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। যদিও তাতে সাধারণ মানুষের ভয় কাটছে না।
Continues below advertisement
Tags :
TMC Vs BJP West Bengal Panchayat Election 2023 WB Panchayat Result 2023 Panchayat Poll Result 2023 Total Panchayat Seat In West Bengal Panchayat Polls In West Bengal