Panchayat Election:শীর্ষ নেতৃত্বের 'নির্দল' সতর্কবার্তা গুরুত্বই দিচ্ছেন না হুমায়ুন কবীর।ABP Ananda Live
Panchayat Election 2023 : নির্দল হয়ে ভোটে দাঁড়ালে, ঠাঁই নেই তৃণমূলে (TMC)। শীর্ষ নেতৃত্ব এই সতর্কবার্তা দিলেও, তাতে কার্যত গুরুত্বই দিচ্ছেন না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। উল্টে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বলে দিলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত! টিকিট বিক্ষোভ নিয়ে দলের ব্লক সভাপতিকে নিশানা করেছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লাও।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Panchayatelection Westbengal ABP Ananda Bengali News Humayunkabir