PM Modi at Purulia: ‘ডবল ইঞ্জিন সরকার হলেই পুরুলিয়ার উন্নয়ন হবে’, জনসভায় মোদি

Continues below advertisement

ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গে আগমন নরেন্দ্র মোদির (Narendra Modi)। পুরুলিয়ার ভাঙরা নবকুঞ্জ ময়দানে জনসভা করছেন তিনি। আজ জনসভা থেকে মোদি বলেন, "জঙ্গলমহলে পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়ে ধন্য।" তিনি যোগ করেন, "পুরুলিয়ায় অযোধ্যা নামে গ্রাম পঞ্চায়েত আছে।" রামায়ণের কথা উল্লেখ করে তিনি বলেন, "পুরুলিয়ায় জলসঙ্কট বড় সমস্যা। পুরুলিয়ায় চাষবাসের জন্য পরিমাণমতো জল পাওয়া যায় না। আগে বামেদের সরকার, এখন তৃণমূল সরকার কেউ কিছু করেনি। তৃণমূল সরকার নিজের খেলাতেই মত্ত। পুরুলিয়ায় জলসঙ্কট ভরা জীবন দিয়েছে তৃণমূল সরকার। পুরুলিয়ায় শুধু ভেদাভেদের রাজনীতি তৃণমূলের। ৮ বছর পরেও পুরুলিয়ায় জল প্রকল্প হয়নি। এর জবাব কে দেবে দিদি? পুরুলিয়ার মানুষ জবাব চায়”, কটাক্ষ নরেন্দ্র মোদির। তিনি বলেন, "এখন ওরা বলছে উন্নয়নের কথা। বাংলায় বিজেপি ক্ষমতায় এসে আগে পুরুলিয়ার সমস্যার সমাধান করবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার, তাহলে পুরুলিয়ায় বিকাশ হবে। পুরুলিয়ায় পর্যটনের উন্নতিতে কোনও কাজ হয়নি। বাংলার প্রতিটি প্রান্তকে রেলের সঙ্গে যুক্ত করাই লক্ষ্য। পূর্ব ভারতের জন্য ৫০০০০ কোটির প্রকল্পে মঞ্জুরি। ফ্রেট করিডোর সেকশনের কাজ শুরু হয়ে গেছে। ২ মে-র পর বাংলায় বিজেপির সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram