PM Modi: 'তৃণমূল ও ইন্ডি-জামাত বাংলাকে উল্টোপথে নিয়ে যাচ্ছে', আক্রমণে মোদি। ABP Ananda Live

এবার বিরোধী জোটকে (INDI Alliance) ইন্ডি-জামাত বলে আক্রমণ মোদির (PM Modi)। 'তৃণমূল ও ইন্ডি-জামাত বাংলাকে উল্টোপথে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের বিজেপির প্রতি ভালোবাসা তৃণমূলের সহ্য হচ্ছে না।' কাকদ্বীপের সভা থেকে আক্রমণে প্রধানমন্ত্রী। বাংলার উন্নয়নে সর্বশক্তি প্রয়োগের গ্যারান্টি মোদির (PM Modi in Bengal)। 

এদিন কাকদ্বীপের সভা থেকে নানা ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় ভোট প্রচারে এসে, কখনও তৃণমূলকে একা, কখনও বা বিরোধী জোট INDIA-কে একত্র করে নির্বাচনী সভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে, তার সঙ্গে জুড়ল জামাত। তৃণমূল-INDIA-র সঙ্গে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতকে জুড়ে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।

মোদির তোপের পাল্টা আক্রমণের অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মোদির 'ইন্ডি-জামাত' কটাক্ষে পাল্টা তোপ অধীর চৌধুরীর। মোদির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন তৈরির অভিযোগ তাঁর। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola