PM Modi in Bengal: দুর্নীতি রুখতে মোদির নয়া 'গ্যারান্টি'! তৈরি নতুন স্লোগানও। ABP Ananda Live
এক দশক আগে স্লোগান দিয়েছিলেন--- 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'। এবার শেষ দফার লোকসভা ভোটের আগে, বাংলায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে তিনি বলেন--- 'যে খেয়েছে, তার থেকে বের করব। আর যার খেয়েছে তাকে ফেরত দেব। এটা মোদির (PM Modi) গ্যারান্টি।' তিনি বলেন, 'এখনও পর্যন্ত লুঠের ১৭ হাজার কোটি টাকা ফেরত দিয়েছি। বাংলাতেও আপনাদের থেকে লুঠ করা টাকা ফেরতের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
শেষ দফা ভোটের প্রচারে আজ কাকদ্বীপে সভা (Lok Sabha Electon 2024) করলেন প্রধানমন্ত্রী। মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থর সমর্থনে প্রচার করলেন মোদি। ১ মার্চ থেকে শুরু করে আজকের সভা নিয়ে বাংলায় (PM Modi in Bengal) ২৪টি নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী। গতকাল উত্তর কলকাতায় রোড শো করছেন। বারাসাত ও কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সেরে রাজভবনে রাত্রিবাস করে আজ কাকদ্বীপের সভা শেষে প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার কথা।