PM Modi Asset: কত সম্পত্তির অধিকারী দেশের প্রধানমন্ত্রী? কী রয়েছে তাঁর ঝুলিতে? ABP Ananda Live

Continues below advertisement

বাড়ি-গাড়ি-জমি কিছুই নেই। তাঁর কথায়, তিনি ফকির। একদিন সব ছেড়েছুড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়বেন। কিন্তু নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় কী জানিয়েছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)? কত সম্পত্তির অধিকারী দেশের প্রধানমন্ত্রী। আজকের আয়-ব্যয়ে বারাণসীর বিজেপি প্রার্থীর সম্পত্তির খতিয়ান। 

বার বার তাঁর মুখে শোনা গিয়েছে গরিবি, ফকিরি এবং সব ছেড়েছুড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ার কথা। আগামী ১ জুন ভোটে বারাণসী থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত ১৩ মে জমা দিয়েছেন মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় ঝোলা উপুড় করেছেন নরেন্দ্র মোদি। হলফনামা অনুযায়ী, নরেন্দ্র মোদি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে BA পাস করেছেন ১৯৭৮ সালে। ১৯৮৩ সালে গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে MA। তাঁর আয়ের উৎস পিএমও থেকে পাওয়া বেতন, এবং ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ। স্ত্রী যশোদাবেনের আয় বা সম্পত্তির কোনও উল্লেখ নেই হলফনামায়।

হলফনামা অনুযায়ী মোদি (Narendra Modi) ২২-২৩ আর্থিক বছরে আয় করেছেন, ২৩ লক্ষ ৫৬ হাজার ৮০ টাকা। মনোনয়ন পেশের সময় মোদির হাতে নগদ ছিল ৫২ হাজার ৯২০ টাকা। ফিক্সড ডিপোজিট সহ ব্যাঙ্কে জমা আছে ২ কোটি ৮৬ লক্ষ ৪০ হাজার ৬৪২ টাকা৷ NSC-তে জমা আছে ৯ লক্ষ ১২ হাজার ৩৯৮ টাকা। নরেন্দ্র মোদির কোনও গাড়ি নেই। তবে হাতে আছে ৪টি সোনার আংটি। ওজন ৪৫ গ্রাম। দাম ২ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে নরেন্দ্র মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram