Modi Oath Taking Ceremony:মোদির সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রীর শপথ নেওয়ার সম্ভাবনা আজ! তালিকায় কারা?
Continues below advertisement
LokSabha Election 2024: আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি (pM Narendra Modi)। সন্ধে ৭.১৫: রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে সকালে রাজঘাট ও অটল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান মোদি। পরিদর্শন করেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও। কংগ্রেসকে (Congress) শপথপ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ, খাড়গেকে ফোন। এনডিএ (NDA) সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হবে বাংলার সাংসদদের? বাংলা থেকে শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) নাম নিয়ে আলোচনা, মোদির (PM Narendra Modi) সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি: সূত্র। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Chandrababu Naidu Live News BJP ABP News Hindi News Narendra Modi Election News Live Hindi News Lok Sabha Election Results Nitish Kumar Touches PM's Feet Nitish Kumar Touches PM Modi Feet Nitish Kumar On PM Modi PM Modi On Nitish Kumar Nitish Kumar Speech Nitish Kumar Speech Live NDA Parliamentary Party Meeting Today Nda Meeting Nda Alliance Meeting Nitish Kumar News Nitish Kumar In Nda Meetig