Abhijit Ganguly: 'নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে BJP কর্মীদের গ্রেফতার করছে পুলিশ', অভিযোগ অভিজিতের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর । 'নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ' । '৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ' । 'সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী' । 'নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে' । 'ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস'। 'ডিজি পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে'
ABP Ananda LIVE: কাল ষষ্ঠ দফা, বাংলার ৮ আসনে ভোট । তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুরে নির্বাচন । পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে ভোট । ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT । পশ্চিম মেদিনীপুর: ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২১৩ QRT বাঁকুড়া: ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৭৩ QRT । ঝাড়গ্রাম: ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২৮ QRT । পূর্ব মেদিনীপুর: ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৩২ QRT । পুরুলিয়া: ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৩২ QRT